প্রশ্ন: গত দুই মাস আগে আমি আমার মেয়েকে এক প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে দিই। ছেলে বিদেশ থাকা অবস্থায়ই তার প্রতিনিধির মাধ্যমে বিয়ে সংঘটিত হয়। কিন্তু আল্লাহর ফয়সালা ওই ছেলের দেশে আসার পূর্বেই ইন্তেকাল হয়ে গেছে।
জানার বিষয় হল, বিয়ের পর তো আমার মেয়ের সঙ্গে তার স্বামীর দেখাসাক্ষাৎ কিছুই হয়নি। এক্ষেত্রেও কি তার ওপর ইদ্দত পালন জরুরি? ইদ্দত অতিক্রান্ত হওয়ার পূর্বে তাকে কি অন্যত্র বিবাহ দেওয়া যাবে?
উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মেয়ের ওপর স্বামী মৃত্যুর ইদ্দত (চার মাস দশ দিন) পালন করা জরুরি। ইদ্দত শেষ হওয়ার পূর্বে তাকে অন্যত্র বিবাহ দেওয়া জায়েজ হবে না।
কেননা স্বামী মৃত্যুর ইদ্দত আবশ্যক হওয়ার জন্য বিয়ের পর স্বামী-স্ত্রীর পরস্পর দেখা-সাক্ষাৎ, মেলামেশা কিংবা নির্জনবাস কিছুই শর্ত নয়; বরং বিবাহ সহীহভাবে সম্পন্ন হওয়ার পর স্বামী-স্ত্রীর মাঝে দেখাসাক্ষাৎ হওয়ার আগে স্বামী মারা গেলেও স্ত্রীর জন্য চার মাস দশ দিন ইদ্দত পালন করা আবশ্যক।
আল্লাহ তাআলা ইরশাদ করেন– আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তাদের স্ত্রীরা নিজেদের চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। (সূরা বাকারা, আয়াত ২৩৪)
এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রহ. বলেন– যেসকল নারীর স্বামী মারা গেছে তাদের জন্য আল্লাহর নির্দেশ হল, তারা চার মাস দশ রাত ইদ্দত পালন করবে। এবং এ বিধানটি স্বামীর সঙ্গে সহবাস হয়েছে বা হয়নি– সকল নারীর জন্যই প্রযোজ্য। এ ব্যাপারে সবার ইজমা। (তাফসিরে ইবনে কাসির ১/৪২৬)
আতা রহ. বলেন– স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন ইদ্দত পালন করবে, যদিও স্বামীর সঙ্গে সহবাস না হয়ে থাকে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১২০৪৯)
ইদ্দত কাকে বলে, কতদিন পালন করতে হয়?
ইদ্দতের আভিধানিক অর্থ হলো গণনা করা।
পরিভাষায় ইদ্দতের অর্থ হলো: নারীদের ওই সময় পর্যন্ত অন্যত্র বিয়ে করা থেকে বিরত থাকা যা তার ইতোপূর্বের বিবাহের প্রভাব প্রকাশ যেমন অন্তঃসত্ত্বা ইত্যাদি প্রকাশের সম্ভাবনা শেষ হবার জন্য নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত বললে ইদ্দত বলা হয়, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, বা খোলা করে, কিংবা ঈলা ইত্যাদি করে বা কোনভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে, অথবা স্বামী মারা যায়, তাহলে এসব সূরতে কিছুদিনের জন্য নিজেকে ঘরে আবদ্ধ রাখা। সেই সময়ের মধ্যে ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বের না হওয়া এবং অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াকে ইদ্দত বলা হয়।
তালাক বা স্বামীর ইন্তেকাল যেভাবেই হোক বিবাহ বিচ্ছেদ হলে ইদ্দত পালন করা নারীদের উপর আবশ্যক।
তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হলে তিন হায়েজ পরিমাণ হলো ইদ্দত যদি হায়েজ আসে। আর যদি হায়েজ না আসে, তাহলে তিন মাস পর্যন্ত ইদ্দত পালন করতে হয়।
আর যদি স্বামী মারা যায়, তাহলে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়।
বিবাহ বিচ্ছেদের পর থেকে বা স্বামী ইন্তেকালের পর থেকেই ইদ্দতের সময়কাল শুরু হয়।
সূত্র: শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৫/২৩৯; আলমুহীতুল বুরহানী ৫/২২৬; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২২৮; ফাতাওয়া বায্যাযিয়া ৪/২৫৬; আলবাহরুর রায়েক ৪/১৩২; আদ্দুররুল মুখতার ৩/৫১০