Saturday, August 16, 2025

তারেক রহমান কবে ফিরবেন, জানালেন আলতাফ হোসেন চৌধুরী

আরও পড়ুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তারেক রহমান অক্টোবরে দেশে ফিরবেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং দেশ শাসন করার ক্ষমতা আপনাদের হাতেই আসবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। শুক্রবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। এ সময় তিনি ইন্ডিয়ান সরকার কলকাতায় আওয়ামী লীগকে অফিস করে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কেউ মাংস দিতে চায় না, তাড়িয়ে দেয়

কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বরিশাল ব্রজ মোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেছ। উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন, নারী ও শিশু ফোরামের সভাপতি জেসমিন জাফর,

আরও পড়ুনঃ  তীব্র ঘূর্ণিঝড় দানার আঘাত হানার দিনক্ষণ-স্থান চূড়ান্ত, তাণ্ডব চলবে ৬ ঘণ্টা

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, বিএনপি নেত্রী (সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান) মোসা. হাসিনা বেগম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার ও যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ