Monday, August 18, 2025

ডাক্তারদের নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন আইন উপদেষ্টা

আরও পড়ুন

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল—এমন প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের। তিনি বলেন, রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে?

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

ডাক্তারদের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা ওষুধ কোম্পানির দালাল? এ দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদের?’

আরও পড়ুনঃ  মসজিদের বারান্দা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি জানান, চিকিৎসকদের বিষয়ে বেশ কিছু সাধারণ অভিযোগ তিনি প্রায়ই শোনেন, যার মধ্যে রয়েছে চিকিৎসকেরা ভালোভাবে রোগের কথা না শুনেই পরামর্শপত্র লেখেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন।

তিনি আরও বলেন, এই অত্যাচার বন্ধ করুন। মানুষ অনেক গরিব। এখানে লোকজন খুব গরিব আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নেই। গরিব রোগীদের ১৪-১৫টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করুন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ