প্রাণী প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়- ২৩ বছর বয়সী এই তরুণীকে একটি ওরকা প্রথমে পানি থেকে উপরে উঠায়। তার এই পারফর্মেন্সের জন্য হাততালি দিয়ে আনন্দে মাতেন দর্শকরা। তবে, কয়েক সেকেন্ডের মধ্যেই ওরকা জেসিকাকে পানিতে ডুবিয়ে দেয়।
তখন উদ্ধারকর্মীরা দৌড়ে আসেন তাকে উদ্ধার করতে। উদ্ধারের কিছুক্ষণ পর পরই জেসিকা র্যাডক্লিফ মারা গেছেন বলে দাবি করা হচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে, তাকে ওরকা আস্ত গিলে খেয়েছে। তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য স্টারসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। সরকারি নথি, সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা র্যাডক্লিফ নামের ওই প্রশিক্ষকেরও খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ, চরিত্রটিও এআই নির্মিত।
ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ভোকাল মিডিয়াসহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাত দিয়ে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি।