Friday, August 15, 2025

শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন

আরও পড়ুন

পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, একাধিক প্রদেশেও কম্পন টের পাওয়া গেছে।

আফাদ জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ১১ সদস্য গ্রেপ্তার, পরিচয় জানলে চমকে যাবেন

কেন্দ্রস্থল বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে একটি তিন তলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, আফাদের জরুরি দল ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতির প্রাথমিক নিরীক্ষণ শুরু করেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  জনতার ওপর ফাঁকা গুলি, সাবেক এমপি রানা আটক

প্রসঙ্গত, তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে সেখানে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ