Tuesday, October 7, 2025

অবশেষে খোঁজ মিলেছে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের

আরও পড়ুন

গত ৫ আগস্টের পর আর প্রকাশ্যে দেখা যায়নি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেইনের। তবে সরকার পরিবর্তনের পর তার অবস্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। তার অবস্থানের সঠিক তথ্য নিয়ে অনেকেই সেসময় সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা তার অনলাইন সংস্করণে প্রকাশিত এক সংবাদে জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেইন ভারতে অবস্থান করছেন।

বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সাদ্দাম হুসেইন ভারতে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  'কোটা আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী'

তার বিষয়ে নানা তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা।

বিবিসিকে সাদ্দাম হুসেইন বলেন, ‘গত একবছর ধরে ক্যাম্পাসটা খুব মিস করি। দেশে থাকলেও যে গত এক বছরে ক্যাম্পাসে যেতে পারতাম তা নয়।’

“হাজার হাজার ছাত্রলীগের কর্মী-সমর্থক তারা তো দেশে থেকেও ক্যাম্পাসে যেতে পারছেন না একবছর ধরে। তাদের ক্লাস করতে দেওয়া হয় না, তারা পরীক্ষা দিতে পারেন না, পাশ করলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এদের সবার শিক্ষাক্রমটাই শেষ করে দেওয়া হয়েছে,” বলছিলেন মি. হোসেইন।

আরও পড়ুনঃ  বার্তা নিয়ে লেবাননে ইরানের পার্লামেন্ট স্পিকার

“এটা যে শুধু ছাত্রলীগের কর্মীদের সঙ্গে করা হচ্ছে তা নয়। আওয়ামী লীগ করেন বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন পরিবারের ছাত্রছাত্রীদের সঙ্গেও এই একই ঘটনা হচ্ছে। শুধু যে কলেজ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, তাও নয়। এইচএসসি পরীক্ষা দিতে পারে নি বহু ছাত্রছাত্রী – শুধুমাত্র তারা আওয়ামী লীগ ঘরানার পরিবারের সন্তান বলে,” বলছিলেন সাদ্দাম হোসেইন।

তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান সম্পর্কে কোনো তথ্য বা হদিস বিবিসি বাংলার প্রতিবেদনে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ