Saturday, August 9, 2025

বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে কিনা জানালেন সিইসি

আরও পড়ুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে। বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নির্বাচনে ভোট করতে পারবে কি না জানতে চাইলে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তাহলে দলের নেতাকর্মীরা ভোট করতে পারবে কি না? এমন প্রশ্নের জবাব তিনি না দিতে চাইলেও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে।

আরও পড়ুনঃ  আইন*জীবী আলিফ হ*ত্যা: তদন্ত কমিটি থেকে অব্যা*হতি চেয়েছেন সব সদস্য

এদিকে আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশনার (ইসি)। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। চ্যালেঞ্জ সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

প্রত্যাশা করছি সরকার থেকে দ্রুত চিঠি পাব। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে জানিয়েছে তিনি বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা এক নম্বর। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।’ সেপ্টেম্বরের মধ্যে ইসির নির্বাচনের প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে বলেও জানান সিইসি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ