Sunday, June 29, 2025

নবীজীর সাহাবী নিয়ে কটূক্তির অভিযোগ, আটক নারী আইনজীবী

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবি (রা.) নিয়ে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের ক্লাব রোডের তার বাসা থেকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন
পুলিশ বলছে, নবীজীর সাহাবীদের নিয়ে ওই নারী আইনজীবী তার নিজের ফেসবুক আইডিতে এমন কটূক্তিমূলক পোস্ট দেন। তাকে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  তরুণ প্রজন্মের মাঝে বর্ষা ও জোছনাকে নতুনভাবে জনপ্রিয় করেছেন হুমায়ূন আহমেদ-মাদকের ডিজি ওয়াহাব ভূঁঞা

জানা যায়, দীর্ঘদিন ধরে উমায়রা ইসলাম তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও হযরত উমর (রা.) সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ স্ট্যাটাসসহ ইসলাম এবং আলেম-উলামা বিদ্বেষী বিভিন্ন লেখালেখি করে আসছেন।

বিজ্ঞাপন
শনিবার খলিফাতুল মুসলিমীন হজর উমর (রা.) ও সাহাবি আমিরে মুয়াবি (রা.) নিয়ে কুরুচিপূর্ণ ভাষার একটি পোস্ট তার নিজের ফেসবুক আইডিতে দিলে অনেক ধর্মপ্রাণ মানুষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে। এরই প্রেক্ষিতে জোরালো দাবি উঠে অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির।

আরও পড়ুনঃ  চুরির অপবাদে শিশু নির্যাতন, গাছে মায়ের ঝুলন্ত মরদেহ

মৌলভীবাজার মুসলিম কমিউনিটি, জেলার আলেম-ওলামা, সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ ছাত্র-জনতা সোচ্চার হয়ে উঠেন ওই আইনজীবীকে গ্রেপ্তারের বিষয়ে। অবশেষে নবী-সাহাবি নিয়ে কটূক্তির অভিযোগে উময়ারা ইসলামকে পুলিশ আটক করে মডেল থানা হেফাজতে নিয়ে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়নি। 

এদিকে মৌলভীবাজার মডেল থানার সামনে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি ও ক্ষোভ বাড়ছে। আলেম উলামা ও স্থানীয় ধর্মপ্রাণ ছাত্র-জনতার দাবি অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

বিজ্ঞাপন
মৌলভীবাজার সদর মডেল এ বিষয়ে মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ফেসবুকে নবীর সাহাবীদের নিয়ে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক নারীকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ