Friday, August 1, 2025

অবিবাহিতদের জন্য সুখবর দিলেন উপ°দেষ্টা আসিফ নজরুল

আরও পড়ুন

বিয়ের ক্ষেত্রে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা অতীতে অনেক কিছু দেখেছি। এজন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক আশঙ্কা হয়। তাই আমার কাছে মনে হয় অতীতের সাথে ভবিষ্যতের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে অতীতে কখনোই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ছাত্রজনতা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দেয় নাই। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে নাই। আপনারা তো সবাই দেখেছেন এরশাদের আমলে চল্লিশ পঞ্চাশ জন মারা গেছে।

আরও পড়ুনঃ  নাবিকদের মুক্তি : প্রধানমন্ত্রীর শুকরিয়া আদায়

খালেদা জিয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ আরো বলেন, খালেদা জিয়ার দুই আমলে মিলে বোধহয় পনের জন মারা গেছে। এর বেশি গেছে, যায় নাই। আর এখানে আপনারা দুই সপ্তাহে এক হাজার লোক মেরে ফেলছে। এত বড় একটা গণহত্যার পর একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে এটা মানে আমি বিশ্বাস করতে চাই না। এটা তাদের মনে থাকবে আর কিছু? তারা তো নিজেরা সাফার করেছে। আজকে আগামীতে যেই রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসার কথা তারা তো পনের বছর এই নিপীড়ন দেখেছে। একটা দেশ কোথায় চলে যেতে পারে? আশা করছি আগের চেয়ে একটু ভিন্ন সময় হবে। আগের মত এতটা খারাপ হবে না। বলেই সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কী হবে?

আরও পড়ুনঃ  ভারতবিরোধী স্লোগান মানেই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি

আর নির্বাচনী সংস্কার যেটা বলছেন একটু বলি। নির্বাচনী সংস্কারে কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না। সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করে অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে।

আমরা ছোট ছোট আরও কিছু কাজ করেছি এখানে বলতে পারি না।যেমন ধরুন বিয়ের যে ফর্ম ছিল সেখানে লেখা থাকত বিবাহিত নাকি কুমারী হচ্ছে না। এটা একটা অমর্যাদাকর শব্দ। একটা মেয়ের জন্য সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। ছোট ছোট কাজ করেছি। এরকম আরও অনেকগুলা চিন্তা আছে। বিয়ের ট্যাক্সে আজকে সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ