Tuesday, September 16, 2025

বিএনপি নেতাদের আমন্ত্রণ নিয়ে যা বলছে যুক্ত*রাষ্ট্রের দূতাবাস

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই সরকার যুক্ত নয় বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শনিবার সন্ধ্যায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্র সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট আইআরএফ সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এর পরিকল্পনা, আমন্ত্রণ এবং অংশগ্রহণকারীদের উপর কোনো প্রভাব বিস্তার বা তত্ত্বাবধান করে না।”

তিনি বলেন, “আইআরএফ সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণকারীদের মন্তব্য, মতামত বা অবস্থান যুক্তরাষ্ট্র সরকারের নীতি, অবস্থান বা মতামতের প্রতিনিধিত্ব করে না।”

আরও পড়ুনঃ  জাতীয় সংগীত ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপির শীর্ষ তিন নেতাকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন। এর জবাবে মুখপাত্র বলেন, “আইআরএফ সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্র আয়োজিত, পরিচালিত বা অর্থায়িত নয়।”

তিনি আরও বলেন, “আইআরএফ সামিট আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রী পর্যায়ের সম্মেলন থেকে পৃথক। এ সম্মেলন প্রতিবছর যুক্তরাষ্ট্র এবং অংশীদার দেশগুলো আয়োজন করে থাকে। সর্বশেষ এটি ২০২৪ সালের ১০-১১ অক্টোবর জার্মান সরকারের উদ্যোগে বার্লিনে অনুষ্ঠিত হয়।”

আরও পড়ুনঃ  ‘আজানে ঘুমের ব্যাঘাত’ বলা আলমাসের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র দেশ ও বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারি ও নাগরিক সমাজের উদ্যোগকে স্বাগত জানায়, উল্লেখ করেন তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ