শনিবার (৭ আগস্ট) সকালে রাজশাহীর পবা উপজেলায় মডেল মসজিদ পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের ওপর ভারতে হামলার খবর শুনছি। যেহেতু বিসিবি আছে, তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে।
ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীরা মানবতার শত্রু বলে মন্তব্য করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।
তিনি বলেন, পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কেউ যেন ধর্মীয় চেতনার বিপরীতে কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি।’
পরে ধর্ম উপদেষ্টা ডাঙ্গিপাড়া আল জামিয়া আস সালাফিয়্যাহ এবং নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামি আস সালাফি পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।