Wednesday, January 22, 2025

সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বিএনপি: যুবদল সভাপতি

আরও পড়ুন

বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বিএনপি মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে সংগ্রামের পর আমরা এ দুঃশাসন থেকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রদল যুবদল ও সেবচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসে আর তাই দেশের মানুষকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে বিএনপি। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আরও পড়ুনঃ  চুল-দাড়ি কেটে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না সালমান এফ রহমানের

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুন্না বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাদের বিরুদ্ধে সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আব্দুল মোনায়েম হোসেন মুন্না নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে কষ্ট দেয়া যাবে না, বেশি বেশি ভালো কাজ করতে হবে, ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। ভালো কাজ করে সাধারণ মানুষের মন জোগাতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।

আরও পড়ুনঃ  বিএসএফের তাড়া খেয়ে নিখোঁজ, নদীতে ভাসছিল কিশোরের মরদেহ

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানার সভাপতিত্বেে ও কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া উৎপল, ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার নিশাতের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিরবক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

আরও পড়ুনঃ  সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নথি পোড়ে*নি : তদন্ত কমিটি

কর্মীসভায় কুষ্টিয়া জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ