Thursday, July 31, 2025

জবিতে সিরাত সম্মেলন, প্রধান অতিথি শায়খ আহমাদুল্লাহ

আরও পড়ুন

প্রথমবারের মতো সিরাত সম্মেলন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, সম্মেলনটি হবে আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) বিকাল সাড়ে তিনটায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

আয়োজক শিক্ষার্থীরা জানান, সিরাত সম্মেলনে আরোও উপস্থিত থাকবেন ইসলামিক বক্তা শায়খ প্রফেসর মোখতার আহমেদ ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

এ ছাড়া জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো.সালাউদ্দীন ও বাহাদুর শাহ পার্ক জামে মসজিদের ইমাম হাফেজ মো.আমানুল হক।

আরও পড়ুনঃ  ফ্লাইটে উঠেও বিদেশ যেতে পারলেন না বিএনপি নেতা মঞ্জুর

আয়োজকদের মধ্যে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আহমেদ ওমর বলেন, পূর্বের সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে গত ১৭ বছর ক্যাম্পাসে সিরাত মাহফিলসহ কোনো ইসলামিক অনুষ্ঠান হয়নি।

তবে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সম্মেলন আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ