Wednesday, April 16, 2025

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত মির্জা ফখরুলের নির্বাচনী এলাকা

আরও পড়ুন

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত মির্জা ফখরুলের নির্বাচনী এলাকা। ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সোমবার (১৪ অক্টোবর) জেলার কোর্ট চত্বর এলাকায় বেলা ১টায় এ স্লোগান দেয়।

জানা গেছে, সাবেক এমপির রিমান্ড শুনানি থাকায় সেখানে ভিড় করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এরপর তাকে কোর্টে তোলা হলে বাহির থেকে তার মুক্তির দাবি করে বিচ্ছিন্ন কিছু তৎকালীন সরকারের সুবিধাভোগী নেতাকর্মী।

আরও পড়ুনঃ  ডাকাতির দায়ে ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নুরুজ্জামান সরকার (নুরু) দ্যা ডেইলি ক্যাম্পাস কে বলেন, ‘এটা গণতান্ত্রিক দেশ এখানে সবার অধিকার সমান। আর বর্তমানে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে, তাতে আমি ব্যক্তিগত ভাবে মনেকরি তাদের রাজনীতি করার কোন অধিকার নেই।’

হত্যা মামলার আসামীর প্রকাশ্যে মুক্তির দাবি বিষয়ে তিনি বলেন, ‘এটা আইনি বিষয়, আমাদের দলের পক্ষ থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হবেনা।’

আরও পড়ুনঃ  বিএনপির সঙ্গে ঐক্য করতে রাজি আওয়ামী লীগ : হাছান মাহমুদ

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘বালিয়াডাঙ্গীর সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের আজকে জামিন শুনানি ছিল, বাইরে কিছু লোক স্লোগান দিলে পুলিশ কোর্ট থেকে বেরিয়ে আসলে তারা চলে যায়।’

এর আগে, ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ