Saturday, April 5, 2025

বিয়ের দাবিতে যুবকের বাড়িতে বিউটিশিয়ান নারীর অনশন

আরও পড়ুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে প্রেমিক যুবকের বাড়িতে এক নারী অনশন করেছেন। পরে বিয়ের আশ্বাসে অনশন থেকে সরে আসেন ওই নারী। তিনি নিজেকে বিউটিশিয়ান হিসেবে পরিচয় দেন।

আজ রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নারী জানান, ৪-৫ বছর ধরে স্কুলে পড়াশোনা করার সময় আলম নামের ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের জন্য বললে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন।

আরও পড়ুনঃ  ‘আমি মনে হয় আর বাঁচব না মা, শেষবার একটু জল দাও’

তিনি বলেন, ‘আমি ঢাকার উত্তরাতে বিউটি পার্লারে কাজ নিই। আলম চট্রগ্রামে চাকরি শুরু করে। সেখানেও আমাকে নিয়ে গেছে। বিয়ের জন্য এক সপ্তাহ সময় নিয়েছিল। এরপর থেকে ফোন বন্ধ। এ কারণে শনিবার সকালে এসেছি। আসার পর থেকেই ঘরে তালা মেরে সবাই চলে গেছে। তবে বাড়ির অন্যান্য লোকজন কেউই খারাপ কোনো আচরণ করেনি।

স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন বলেন, পরে দুপক্ষের অভিভাবকরা বিয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন ভাঙে ও অভিভাবকদের সঙ্গে ওই নারী চলে যান।

আরও পড়ুনঃ  জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ধরনের অভিযোগ কেউ করেনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ