Friday, August 1, 2025

যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা

আরও পড়ুন

দখলদার ইসরায়েলের সঙ্গে ১০ মাস ধরে যুদ্ধ করছে হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল হামাসকে তারা গাজা থেকে নির্মূল করবে। তবে এখনো এই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা।

এরমধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস অস্ত্র ও লোকবলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। এ কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছে।

তবে হামাসের লেবানন রাজনৈতিক অফিসের প্রধান নেতা আহমাদ আব্দুল-হাদি বার্তাসংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা।

আরও পড়ুনঃ  ভারতে ৮ বাংলাদেশি গ্রেপ্তার, তিনজনের বাড়ি গোপালগঞ্জে

তিনি বলেছেন, “প্রতিরোধ যোদ্ধাদের জন্য সামরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাদের অবস্থান যুদ্ধের শুরুর সময়ের চেয়ে ভালো আছে।” ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ায় গাজায় অবস্থানরত হামাসের নেতারা যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন লেবাননভিত্তিক এই নেতা।

এছাড়া যুদ্ধ শেষে হামাস আবারও একাই গাজা নিয়ন্ত্রণ করবে এমনটা প্রত্যাশা করছেন না বলেও জানিয়েছেন আহমাদ আব্দুল-হাদি।

গাজার ভবিষ্যত সরকার “একটি ফিলিস্তিনি বিষয় হবে এবং এটি নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই’ বলে জানিয়েছেন তিনি। আর এ বিষয়টি চলমান যুদ্ধবিরতির আলোচনায় নেই বলে দাবি তার।

আরও পড়ুনঃ  হামাসের সেই হামলা নিয়ে ‘পদত্যাগপত্রে’ যা লিখলেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

তিনি বলেছেন, “পরবর্তী ধাপে আমরা একা গাজাকে শাসন করতে চাই না। আমরা অংশীদারিত্ব এবং জাতীয় ঐকমত্যের সরকার চাই।”

জুলাইয়ের শেষ দিকে চীনে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফাতাহর প্রতিনিধির সঙ্গে হামাসের প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। গত মাসে বৈঠকটির সময় নির্ধারণ করা হলেও এটি স্থগিত করা হয়।

সূত্র: এপি

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ