Wednesday, April 16, 2025

ধানের চাতালে ধরা পড়লো রাসেল ভাইপার, এলাকাজুড়ে আতঙ্ক

আরও পড়ুন

নাটোরের লালপুর উপজেলার কদিমছিলান ইউনিয়নের ঘাটছিলান গ্রামে ধানের চাতালে ধরা পড়ল বিষাক্ত রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। এতে উপজেলার সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২১ জুন) বিকেলে লালপুর উপজেলার ঘাট ছিলান গ্রামে ধানের চাতালে একটি রাসেল ভাইপারের বাচ্চার দেখতে পায় তারা। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন ধরে উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মিলছে।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তের জঙ্গল থেকে বিচারপতি মানিক আটক

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, চন্দ্রবোড়া একটি বিষাক্ত সাপ। এ সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি।

ঈশ্বরদী এলাকার কৃষক রাজিব জানান, গত ১৬ মে আমার জমিতে ধান কাটতে গিয়ে দেখি ধানের মুঠির নিচে একটি সাপ শুয়ে আছে। সবাই মিলে সাপটিকে মেরে ফেলি। পরে দেখি এটি একটি বিষধর রাসেল ভাইপার।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় রাসেল ভাইপার সম্পর্কে বিভিন্ন ভয়ংকর তথ্য প্রদর্শিত হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ