Sunday, September 14, 2025

প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ, এলাকাজুড়ে চাঞ্চল্য!

আরও পড়ুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়া বাগানের একটি গাছকে প্রশ্ন করলে উত্তর পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। গাছটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ, সেই সঙ্গে কান পেতে গাছের কথা শোনার চেষ্টাও করছেন অনেকে।

জানা গেছে, গত ১৪ জুন সবুর মিয়ার ওই বাগানে স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরবসহ কয়েকজন শিশু গাছ কাটতে যায়। বাগানে গিয়ে তারা গাছে আঘাত করলেই সেটি কথা বলে ওঠে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  শীর্ষস্থানীয় ১২ আলেমের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

অনেকে বলছেন, গাছটিকে বিভিন্ন প্রশ্ন করলেও সেটি তার উত্তর দিচ্ছে। অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে এটি ‘অলৌকিক’ বলে আখ্যা দিয়েছেন।

মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের মেম্বার সাদ্দাম হোসেনসহ স্থানীয় লিয়াকত হোসেন, টেকেরহাট গ্রামের রাসেল, গর্জিনা গ্রামের গণি মিয়াসহ আগন্তুকরা গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। অনেকে দাবি করেছেন তারা কথা শুনতে পেয়েছেন। তবে প্রতিবেদক গাছে কান পেতে কিছু শুনতে পাননি বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নাহিদ বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত, উমামা বলছেন ‘হয়নি’

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা এ বিষয়ে বলেন, ‘এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না। তবে জিন গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হতে পারে।’

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শুকলাল বিশ্বাস বলেন, ‘গাছের প্রাণ থাকলেও এটি চলাচল করতে যেমন পারে না। এর কোন কোনো ভোকাল নেই। যা হচ্ছে তা গুজব। যা বিজ্ঞান সমর্থন করে না।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ