Thursday, January 23, 2025

সমকামী ক্লাব খুলতে আগ্রহী পাকিস্তানিকে পাঠানো হলো মানসিক হাসপাতালে

আরও পড়ুন

সমকামিতা নিষিদ্ধ পাকিস্তানে। তা যেনেও দেশটিতে প্রথমবারের মতো একটি সমকামী ক্লাব খোলার পরিকল্পনা করেছিলেন এক ব্যক্তি। পরিকল্পনা করার জেরে পড়তেও হয়েছে বিপাকে। তার এমন আগ্রহ দেখে তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ওসামা বিন লাদেনকে যে শহরে হত্যা করা হয়েছিল, সেই অ্যাবোটাবাদ শহরেই ডিসির কাছে সমকামী ক্লাব স্থাপনের জন্য আবেদনটি করেছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ  ড্রোন ভূপাতিত করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরান

আবেদনে তিনি ‘লরেঞ্জো গে ক্লাব’ নামের সেই সংগঠনটিকে অ্যাবোটাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করা অসংখ্য সমকামী, উভকামী এবং কিছু বিষমকামী মানুষের জন্য দুর্দান্ত সব সুবিধা দেয়ার দাবি করেছিলেন। আবেদনে এটাও উল্লেখ ছিল যে, প্রস্তাবিত সেই ক্লাবে কোনো সমকামী যৌনতা থাকবে না। বড়জোর চুম্বন থাকতে পারে।

তবে ওই আবেদনে নাম অপ্রকাশিত ওই ব্যক্তিটিকে পেশোয়ারের একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ