ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে চট্টগ্রামের পটিয়া ব্যাংক লেনদেন বন্ধ করে দিয়েছে জনতা। রবিবার সকালে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকে গেলে তাদেরকে কাজে বাধা দেন কর্তৃপক্ষ। এসময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নেন। এক পর্যায়ে জনতা উত্তেজিত হয়ে উঠলে ব্যাংকের লেনদেন বন্ধ করে গেইটে তালা লাগিয়ে দেন।
পরে পটিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে।
বর্তমানে ব্যাংকের ভিতরে বেশ কিছু পুলিশ অবস্থান করছে এবং গেইটে তালা লাগানো রয়েছে। পটিয়াসহ চট্টগ্রামে ব্যাংকের চাকুরিচ্যুতদের পুনঃবহাল করা না হলে ব্যাংক লেনদেন বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।
আপনার মতামত লিখুনঃ