Wednesday, October 8, 2025

ঘুষ গ্রহণের দায়ে সাবেক কৃষিমন্ত্রীকে মৃত্যুদণ্ড

আরও পড়ুন

ঘুষ গ্রহণের অভিযোগে চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে জিলিন প্রদেশের একটি আদালত। তার সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং দলের সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়টি রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশ করেছে।

আদালত জানায়, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান (প্রায় ৩ কোটি ৭৬ লাখ ডলার) ঘুষ গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এ বিষয় যা জানা গেল

চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, তবে সাজা কার্যকরী দুই বছরের জন্য স্থগিত থাকবে। কারণ, তাং নিজের অপরাধ স্বীকার করেছেন।

গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাকে দল থেকে বহিষ্কার করে। তার ছয় মাস আগে তাং দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসে এবং সমস্ত সরকারি পদ থেকে অপসারিত হন।

উল্লেখ্য, চীনে দ্রুতগতিতে এই ধরনের দুর্নীতি মামলার তদন্ত সম্পন্ন করা হয়। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহে’র বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে তদন্ত শুরু হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ