ভারতের তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপতির জনসভায় পদপিষ্টের ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সভাপতি। শনিবার তামিলনাড়ুর করুর সমাবেশে অন্তত ৩৯ জন মারা গেছেন এবং অর্ধশতাধিক আহাত হয়েছেন।
এই দুঘর্টনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয়।
সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চির করেছেন অভিনেতা নিজেই। ওই পোস্টে অর্থ দেওয়ার ব্যাখ্যা দিয়ে বলেছেন, এই অর্থ কোনোভাবেই এই দুঃখের ভার হালকা করতে পারবে না। তবে এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করছি।
এদিকে, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তায় তিনি বলেন, তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।
ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে মৃতবরণকারী পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এবং আহতদের সুস্থতা কামনা করেছেন। নিজ দলের কর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২০ আগস্ট ভারতের মাদুরাইয়ে অভিনেতার রাজনৈতিক দলের দ্বিতীয় মহাসমাবেশকে ঘিরে হাজারও সমর্থকের ঢল নামে। সমাবেশ ঘিরে উল্লাসের মাঝেই বিজয়ের এক সমার্থকের মৃত্যু হয়।