মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে উপজেলার সিংপাড়া গ্রামের ৯ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইনতেশার ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করে তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন শ্রীনগরের সারেং বাড়িতে-কফিল উদ্দিন সারেংয়ের ছেলে আবদুল লতিফের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।