Saturday, April 12, 2025

আমার এই বিজয় রাশিয়াকে আরও শক্তিশালী করবে: পুতিন

আরও পড়ুন

টানা তিন দিনের ভোট গ্রহণ শেষে রাশিয়ার স্থানীয় সময় আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল জানানো শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ৫০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮৭ দশমিক ৩৪ শতাংশ ভোট পেয়েছেন। এতে তার তিন প্রতিদ্বন্দ্বী ধারেকাছেও নেই।

এদিকে এরই মধ্যে ভাষণ দিয়েছেন পুতিন। তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বলেছেন, আমার এই জয় রাশিয়াকে শক্তিশালী ও আরও কার্যকর করবে। এসময় তিনি ভোট দিতে আসা নাগরিকদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা ভারতের

পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছাকে, বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন ইতিহাসে কেউ তাতে সফল হয়নি। তারা এখন যেমন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে।

পশ্চিমাদের কড়া সমালোচনা করলেও চীনের ব্যাপক প্রশংসা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন,চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত এবং তিনি নিশ্চিত যে তারা আগামী বছরগুলো আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ