Thursday, April 17, 2025

ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

আরও পড়ুন

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় শামসুল আলম (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) বিকেলে চাটমোহর-পাবনা সড়কের ভাদড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের হানেফ আলীর ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, শামসুল আলম মোটরসাইকেলযোগে চাটমোহর পৌর সদর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি ভাদড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শামসুল আলমকে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  ‘১৩ জনে ৩টা বেগুনি-পেঁয়াজু আর ১০০ গ্রাম জিলাপি দিয়ে ইফতার করি’

এতে শামসুল আলম মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় স্বজনরা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।

এ ব্যাপারে চাটমোহর থানা ওসি সেলিম রেজা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চালক পালিয়ে গেছে। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ