Tuesday, October 7, 2025

গকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ, ১৬ পদে জয়ী হলেন যারা

আরও পড়ুন

সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান, এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ হাজার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রায়হান খান।

সহ-সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন। দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার ১ হাজার ১০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর। কোষাধ্যক্ষ পদে ১ হাজার ৪৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম। ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ। সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোহান।

আরও পড়ুনঃ  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মারুফ। সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়েছেন লীশা চাকমা।

কৃষি অনুষদ থেকে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউল আলম দোলন। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমল সায়েন্স অনুষদ থেকে ১৪৮ ভোটে নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবির। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাকিল আহাম্মেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদী হাসান ও মিনতুজ আক্তার। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে ২৭৯ ভোটে নির্বাচিত হয়েছেন মো. ইমদাদুল হক মিলন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্ধারিত সময়ের পরে আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যারা ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন, শুধুমাত্র তারা ভোট দিতে পেরেছেন। কমিশনের হিসাবে ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

আরও পড়ুনঃ  কারাগার থেকে টেন্ডার বিজ্ঞপ্তির কাগজ আনলেন হাজী সেলিম

এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং এজিএস পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে ৪ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৬ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন, সহ-ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরও পড়ুনঃ  বিধবা নারীর সন্তান প্রসব, এলাকাজুড়ে চাঞ্চল্য

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ২৬–২৮ আগস্ট পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৪ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় প্রতিটি প্রার্থীর ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ (গকসু) চালু রয়েছে। প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতার কারণে নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ পাঁচ বছর পর এবার গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ