দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ সমন্বয় অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামে এসব মূল্যবান ধাতু বিক্রি হচ্ছে।
স্বর্ণের দাম
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বেড়েছে স্বর্ণের দাম। বর্তমানে—
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা
২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা
১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা
এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
রুপার দাম
একইসঙ্গে বেড়েছে রুপার দামও। ভরিতে ১৫২ টাকা বাড়ার পর এখন—
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকা
২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৫৩ টাকা
১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৯৬৩ টাকা
সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২২৮ টাকা
এটিও দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।
অতিরিক্ত তথ্য
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
শুধু এ বছরেই এখন পর্যন্ত ৫৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, আর ১৭ বার কমেছে।