Wednesday, October 8, 2025

সাবেক সমন্বয়ক ৩ দিন নিখোঁজ, সরকার-আইনশৃঙ্খলা বাহিনীর একহাত নিলেন হাসনাত

আরও পড়ুন

উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি এই ঘটনাকে ‘চরম উদ্বেগজনক ও ভীতিকর’ বলে উল্লেখ করেছেন এবং সরকারের প্রতি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ই আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।’

আরও পড়ুনঃ  আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: গোলাম মাওলা রনির নামে ভুল ম*ন্তব্য প্র*চার

তিনি আরও বলেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একইসাথে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।’

এদিকে নিখোঁজের তিন দিন পার হলেও কে. এম. মামুনুর রশিদের সন্ধান না পাওয়ায় বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তার পরিবার ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ৩ দিনের রিমান্ডে কনস্টেবল, জানা গেলো চাঞ্চল্যকর তথ্য

মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা আক্তার আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ তার আব্বুর কথা বলে। আমার স্বামীকে কেন গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই।’ তিনি স্বামীকে ফিরে পেতে প্রশাসন ও জাতীয় নাগরিক পার্টির প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মামুনের বাবা মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম-খুনের বাংলাদেশ দেখতে চাই না। প্রশাসনকে আমরা স্পষ্ট করে বলতে চাই—আপনারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কে. এম. মামুনকে খুঁজে বের করুন।’

আরও পড়ুনঃ  মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, দাবির সত্যতা নিয়ে যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির সাবেক মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, ‘মামুন ভাই গুম হয়েছে মানে সরাসরি সকল জুলাই যোদ্ধাদের ওপর আঘাতের শামিল। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিতে চাই। এই সময়ের মধ্যে মামুন ভাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’ অন্যথায় উত্তরা বিএনএস সেন্টার অবরোধ করার হুঁশিয়ারিও দেন বক্তারা।

উল্লেখ্য, গত রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগ থানার হানিফ আলী মোড় এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কে. এম. মামুন। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই আন্দোলনে উত্তরা এলাকায় তিনি সক্রিয়ভাবে রাজপথে অংশ নিয়েছিলেন।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ