Wednesday, October 8, 2025

প্রাথমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

আরও পড়ুন

অফলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
পত্রে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকগণের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও দপ্তরের কর্মকর্তাগণ টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন। তা ছাড়া শিক্ষকগণ বদলির বিষয়ে প্রায়ই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করেন।

আরও পড়ুনঃ  সায়েন্সল্যাবে রামদা-লাঠিসোঁটা হাতে ছাত্রলীগ নেতাকর্মী

অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকা আগমন করেন। এতে একদিকে যেমন দাপ্তরিক কাজের বিঘ্ন ঘটে, অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হচ্ছে।

বিজ্ঞাপন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় শিক্ষকদের সরাসরি আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বনের জন্যও অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘চেয়ারম্যান ডিক্লার দিছে, একবারেই মাইরা ফালা, ২০টা মামলা অইলে অইব’

বিজ্ঞাপন
পত্রটির অনুলিপি দেশের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ