Tuesday, October 7, 2025

চলন্ত ট্রেন লক্ষ্য করে বোমা হামলা, মুহূর্তেই উল্টে গেল বগি

আরও পড়ুন

পাকিস্তানে পাকিস্তানে জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির স্পিজেন্ড এলাকায় চালানো হয় এ হামলা। বিস্ফোরণে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।

দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর পেশোয়ার থেকে আসা ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায়, যার ফলে যাত্রীরা আহত হন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, কোয়েটাগামী ট্রেনটি স্পিজেন্ড এলাকা দিয়ে যাওয়ার সময় ট্র্যাকে লাগানো একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করে।

আরও পড়ুনঃ  মাঝ আকাশে উড়োজাহাজে প্রচণ্ড ঝাঁকুনি, একই পরিবারের পাঁচজন আইসিইউতে

বিস্ফোরণের সময় ট্রেনটিতে ২৭০ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন রেল কর্মকর্তারা। তারা জানিয়েছেন, বুধবার নিরাপত্তা ছাড়পত্রের পর ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে, এই সময়ে স্থগিত থাকবে ট্রেন চলাচল।

১০ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে এদিন ভোরে বেলুচিস্তাকে দেশটির অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী প্রধান ট্র্যাকের কাছে একটি বিস্ফোরণ ঘটে। ঠিক ওই সময় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরপর কিছুক্ষণের জন্য থামানো হয় ট্রেনটি।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ