Wednesday, October 8, 2025

আখতারকে ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মীর পরিচয় সম্পর্কে যা জানা গেল

আরও পড়ুন

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করে। এ সময় তাদের উদ্দেশ্য করে ‘জয় বাংলা’, ‘রাজাকার’, ‘টের পাইছে’সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আওয়ামী লীগের কর্মীরা।

আরও পড়ুনঃ  ‘আজানে ঘুমের ব্যাঘাত’ বলা আলমাসের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন আওয়ামী লীগ কর্মী মিজান। ডিমটি আখতারের শরীরে লাগে। এরপর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদেরকে সেখান থেকে নিয়ে গাড়িতে তুলে দেন। ঘটনার সময় পাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বিএনপি নেতা হুমায়ুন কবির, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।

বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও নিউইয়র্ক পুলিশের একাধিক ইউনিট সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে।

আরও পড়ুনঃ  স্যোশাল মিডিয়ায় সফল দম্পতি না দেখাতে মুশতাক-তিশাকে আদালতের নির্দেশ

প্রত্যক্ষদর্শী এক প্রবাসী বাংলাদেশি ঢাকা মেইলকে জানিয়েছেন, জেরে নিউইয়র্ক পুলিশ অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী মিজানকে শনাক্ত করে। পরে জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মিজানকে প্রাথমিকভাবে জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি ও বিএনপির নেতারা। তাদের দাবি, এটি শুধু আখতার হোসেন নয়, পুরো প্রতিনিধি দলের ওপর একটি সংগঠিত রাজনৈতিক হামলা। রাজনৈতিক মতভেদ থাকলেও প্রবাসে এমন হিংসাত্মক আচরণ প্রমাণ করে, ক্ষমতাসীন দলের কর্মীরা ভিন্নমতকে সহ্য করতে পারছে না।

আরও পড়ুনঃ  খুলে নেওয়া হচ্ছে মসিকের ‘নৌকা বাতি’, লুটপাটের তদন্ত দাবি

ড. ইউনূসের এই সফর ঘিরে নিউইয়র্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা যেখানে তাকে স্বাগত জানিয়েছে, সেখানে আওয়ামী লীগ এর বিরোধিতা করে বিমানবন্দর থেকে শুরু করে হোটেল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন। তার সফরের সঙ্গী হিসেবে আছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ