Wednesday, October 15, 2025

প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ সুখবর

আরও পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য আসছে বড় সুখবর। চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে তারা পাচ্ছেন উচ্চতর স্কেল। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য উচ্চতর স্কেল প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের কাছে মতামত চাওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃ*ত্যু, বিকেলে জানাজা

অর্থ বিভাগ তাদের মতামতে জানিয়েছে, কোনো পদের মূল বেতন স্কেল উন্নীত হলে সেই তারিখ থেকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী পদোন্নতি ছাড়াই একই পদে ১০ বছর পর উচ্চতর গ্রেড প্রযোজ্য হবে।

উল্লেখ্য, গত নভেম্বরে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লাখ ৫৪ হাজার শিক্ষককে উন্নীত বেতনস্কেল দেওয়া হয়। তখন প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ  যে কারণে সন্তানকে ৯ তলা থেকে ফেলে হত্যা করেন মা

এর আগে, সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের প্রস্তাব দিয়ে গত ২৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ