Wednesday, October 15, 2025

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক নুর

আরও পড়ুন

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

নুরুল হকের সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন বলে গণঅধিকার পরিষদ নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  যে কারণে জা'মিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে অবস্থানরত ‘স্বৈরাচারী সরকারের এজেন্টদের’ অতর্কিত হামলায় নুর গুরুতর আহত হন। এরপর টানা ১৮ দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকদের পরামর্শে ও দলের সিদ্ধান্তে নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে, যদিও তার নিজ ইচ্ছায় নয় বলে জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুনঃ  বিজেপি জোট ৩০০ ছুঁই ছুঁই, আভাস পেরোল বিরোধীরা

নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণঅধিকার পরিষদ।

সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ‘দেরিতে হলেও নুরুল হকের চিকিৎসার বিষয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে হামলার পর ২৪ দিন পেরিয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ না হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সুপরিচিত নেতা ও দলের প্রধানের ওপর প্রকাশ্য হামলা শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয়, গোটা গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনীতির জন্যই অশনি সংকেত। সরকার দ্রুত জড়িতদের শাস্তির আওতায় না আনলে, গণঅধিকার পরিষদ দেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ