Tuesday, August 26, 2025

চলতি বছর আরও দুটি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আরও পড়ুন

চলতি বছরে বেশ কয়েকটি লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অনেক বছর পর তারা এমন ছুটি উপভোগ করেছে। সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও দুটি লম্বা ছুটি।

২০২৫ সাল শেষ হতে এখনও চার মাস বাকি। এ চার মাসে আরও বেশ কয়েকটি ছুটি পাবেন তারা। এরমধ্যে কিছু ছুটি বৃহস্পতিবার পড়েছে। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চার দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি।

আরও পড়ুনঃ  মেহেদির রঙে রাঙা হলো না রীমার

সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।

এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।

এ ছাড়াও তিন দিনের লম্বা ছুটি আছে ডিসেম্বর মাসে। বড় দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটি, এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

আরও পড়ুনঃ  বিয়ের আগে বাঙ্গালি মেয়েরা গুগলে সবচেয়ে বেশি খোঁজে এই জিনিসগুলো

এর আগে, চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা। 

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ