Saturday, August 23, 2025

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

আরও পড়ুন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের পাশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াত নেতাদের সাথে মঞ্চে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে দেখা গেছে।

জানা যায়, জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রামে সাধারণ সভা ও মতবিনিময় করছে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতের নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে বিহারমণ্ডল বাজারে ধারাবাহিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অংশ করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টার।

আরও পড়ুনঃ  ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

স্থানীয় এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেসব নেতা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এখন তারাই দল বদলে জামায়াতে ঘেঁষার চেষ্টা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টার বলেন, এখন তো আওয়ামী লীগ নাই। আমি বাজারে ছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে সভার সামনের সারিতে বসিয়েছে।

দেবিদ্বার উপজেলা জামাতের আমির মো. শহিদুল ইসলাম দৈনিক আমার দেশকে বলেন, সভায় আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি ছিল বিষয়টি আমার চোখে পড়েনি।

আরও পড়ুনঃ  এবারের হজে জন্ম নেয়া প্রথম শিশুটির নাম ‘মোহাম্মদ’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কুমিল্লা-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ করেননি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ