রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শ্রেণিকক্ষে শিক্ষককে ছুরিকাঘাত করেছে এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে মারুফ হোসেন নামের শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।
আহত শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে পুলিশ ওই ছাত্রীকে বোয়ালিয়া থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। তবে কেন শিক্ষকের উপর হামলার চেষ্টা করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে কথা বলতে ওসির মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।