Thursday, August 14, 2025

ভারত থেকে আ. লীগ পুনর্বাসন নিয়ে মুখ খুললেন হাসনাত

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ এমন মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত ১ বছরে কি করেছে তা সকলের সামনে প্রকাশ করতে হবে। এর পাশাপাশি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যা: আদালতে তোলা হতে পারে ‘কসাই’ জিহাদকে

তিনি আরও বলেন, মিডিয়ায় আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনী হস্তক্ষেপ করছে। মিডিয়া আবারও আগের রুপে ফিরে যাচ্ছে। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আহ্বানও জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, একবছরে প্রশাসনের চরিত্রের পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর বঞ্চিত নামের এক ধরণের গোষ্ঠী প্রশাসনেকে কব্জা করেছে। ৫ আগস্ট না হলে এই প্রশাসনের লোকরাই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতো। এ সময় ভোটের আগে প্রশাসনের সংস্কারের দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  বড় দুর্নীতি করেও বহাল তবিয়তে ‘ছোট’ ছামিদুল

ডিজিএফআই প্রসঙ্গে তিনি বলেন, ডিজিআইএফের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিদেশী গোয়ান্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। কিন্তু ডিজিএফআই রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাড় করাতে ব্যস্ত থাকে। তাদের কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে তার তথ্য নেই। এ সময় প্রতিষ্ঠানটির সংস্কার অথবা ব্যান করার দাবিও জানান তিনি।

সারজিসের বিরুদ্ধে মামলা দিয়েছে আজকে এটা জাতির জন্য সিগন্যাল। তারেক রহমানের নেতারা বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমাদের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাহলে ধরে নিবো এটা শীর্ষ পর্যায় থেকে নেতৃত্ব দেয়া হচ্ছে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ