Wednesday, April 16, 2025

বক্তব্য ভাইরাল হওয়া সেই ওসিকে প্রশংসাপত্র পাঠালেন আইজিপি

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লালমনিরহাট সদর থানার ওসির জনবান্ধব বক্তব্যের প্রশংসা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এক শুভেচ্ছাপত্রে তিনি ওসির প্রশংসা করেছেন।

শুক্রবার (৭ মার্চ) শুভেচ্ছা জানানো ওই পত্রটি হাতে পান সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী। এর আগে শনিবার (১ মার্চ) আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত পত্রটি সদর থানার বরাবর ডাকযোগে পাঠান।

প্রশংসাপত্রে আইজিপি বাহারুল আলম লিখেছেন, ‘জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবা করার প্রত্যয় ও পেশাদারিত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এ প্রত্যাশা করি’।

আরও পড়ুনঃ  যা চান তাই দিবো আমাকে যেতে দিন, বিমান বন্দরে অফি*সার’কে নিপুণ।

সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, আইজিপির শুভেচ্ছাপত্র পেয়ে তিনি অনুপ্রাণিত হয়েছেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘ওসির এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের। আইজিপির শুভেচ্ছা বার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত আছি। ওসি নূরনবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে’।

ভাইরাল বক্তব্যে ওসি বলেন, আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম। জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক, আর আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি দাবি করে যে, মামলা করতে হলে টাকা দিতে হবে, তবে সরাসরি তার কাছে অভিযোগ জানাতে বলেন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার সাথে যা নিয়ে আলাপ হলো সেনা প্রধান

এ সময় ওসি নূরনবী স্থানীয়দের উদ্দেশে বলেন, মাদক কি ভালো না খারাপ? খারাপ। যুবসমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না? হচ্ছে। আপনারা শুধু আমাকে খবর দেবেন। প্রয়োজনে আমি বা আমার টিম গিয়ে ব্যবস্থা নেব। যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে, হঠাৎ করে ধনী হয়ে যায়, কিংবা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে জানাতে হবে। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল সম্ভব নয়।

তিনি বলেন, ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন। থানায় ভালো লোক গেলে অপরাধীরা আতঙ্কে থাকবে। জনগণ যদি পুলিশের পাশে থাকে, তাহলে অপরাধীরা টিকতে পারবে না।

আরও পড়ুনঃ  ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণা*পত্র’ দেবে সমন্বয়করা

ওসি বলেন, আমি আপনাদের কাছে ভোট চাই না, শুধু ভালোবাসা চাই। আমি ভালো কাজ করলে সমর্থন দেবেন, আর খারাপ কাজ করলে আমার বিরুদ্ধেও দাঁড়াবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ