Sunday, April 13, 2025

পল্টনে আ’টক সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ

আরও পড়ুন

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক রিকশাচালককে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনার পর শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪টা ৪৬ মিনিটে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিস থেকে ওই রিকশাচালককে ছাড়িয়ে নিয়ে যান।

আটক ওই রিকশাচালকের নাম মো. শাহীন (৩৫), তিনি মিরপুর-১ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

আরও পড়ুনঃ  মোবাইলে গুলিবিদ্ধ হওয়ার রিপোর্ট দেখে গ্রেপ্তার

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সমর্থকদের ধাওয়া দিয়ে পুলিশ তাদের এক কর্মীকে আটক করে। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে পিটুনিও দেন। এক পর্যায়ে দৌড়ে এসে ওই রিকশাচালকও তাকে পিটুনি দিতে যান। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যান সেনা সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ