Friday, January 24, 2025

বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের প্রধান শিক্ষক আরশাদ মাদানী°

আরও পড়ুন

পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক) ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ আরশাদ মাদানী। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশে এসেছেন তিনি।

বিষয়টি জানিয়েছেন রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ইমরানুল বারী সিরাজী।

ঢাকার মানিক নগরের মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমরানুল বারী বলেন, বুধবার বেলা পৌনে ১২টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আরও পড়ুনঃ  ছাত্র-জনতার আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি

বৃহস্পতিবার বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারী জলসায় বয়ান করবেন সফররত আরশাদ মাদানী। জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারী মাহফিলে বয়ান করবেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ ভুইগড় উদ্দেশ্যে রওনা দেবেন। ভুইগড় মাদ্রাসায় দুপুরের খাবার ও বিশ্রাম। বাদ আসর সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। অতঃপর মাদানী নগর মাদ্রাসার উদ্দেশে রওনা। সেখানে খতমে বুখারী মাহফিলে বয়ান, বাইয়াত, খাবার ও রাতযাপন।

শনিবার হেলিকপ্টারে করে গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। ২৬ জানুয়ারি রবিবার তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুনঃ  এদের বিচার আমি করবোই ইনশাল্লাহ : শেখ হাসিনা

আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানির ছেলে ও সাইয়্যেদ আসআদ মাদানির ভাই। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।

২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন।

জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ