Monday, September 15, 2025

যশোরে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিল জনতা

আরও পড়ুন

যশোরের মনিরামপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মনিরামপুর পৌর এলাকার গাংড়া গ্রামের মৃত অসিত দেবনাথের ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ গ্রাম গাংড়া থেকে গ্রেপ্তার হন রমেশ দেবনাথ।

জানা যায়, ৫ আগস্ট দেশের পট-পরিবর্তনের পর থেকেই রমেশ দেবনাথ আত্মগোপনে ছিলেন। আটকের দিন দুপুরে বাড়ির পাশে গাংড়ার বিলে অবস্থান করছিলেন তিনি। স্থানীয়রা রমেশকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমেশকে গ্রেপ্তারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিচার ঢাকায় নয়, হবে দ্য হেগে

রমেশের বড় ভাই পরেশ দেবনাথ দাবি করেন, বোরো মৌসুমে ধান আবাদে বাড়ির পাশে মাঠে বীজতলা তৈরির কাজ করছিল রমেশ। তাদের গভীর নলকূপ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার দিন প্রতিপক্ষ রমেশকে বেধড়ক মারধর করে পুলিশে দেয়। রমেশকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মুক্তি দেবনাথকেও মারধর করা হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে মারধর করা এক রোগীকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ তাকে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ : ধর্ম উপদেষ্টা

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথকে আটক করা হয়। পুরোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ