বরিশালের গৌর নদীতে অনৈতিক কর্মকাণ্ডের সময় দুই কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। এ সময় কৌশলে উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈ পালিয়ে গেলেও বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন নারী কর্মকর্তা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
নারী কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, উপজেলা কৃষি অফিসে একই পদে চাকরি করার সুবাদে দীপঙ্কর বাড়ৈয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নিয়ে দীপঙ্কর আমার সঙ্গে মেলামেশা করে। তার (দীপঙ্কর) স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় সুবাদে বাসা খালি থাকার সুযোগে বৃহস্পতিবার রাতে আমাকে তার বাসায় আসতে বলে। আমি রাত ৪টার দিকে দীপঙ্করের ভাড়া বাসায় আসি। প্রতিবেশীরা টের পেয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে আমাদের ২ জনকে হাতেনাতে আটক করে। আমাকে তার বাসায় ফেলে দীপঙ্কর পালিয়ে যায়। এ ঘটনার পর বিয়ের দাবিতে আমি দীপঙ্করের বাসায় এখন অনশন শুরু করেছি।
বাড়ির মালিক সাগর গোমেজ বলেন, অনৈতিক কর্মকাণ্ডের সময় ভাড়াটিয়া দীপঙ্করকে এক নারীসহ আটক করে স্থানীয়রা। এ সময় দীপঙ্কর পালিয়ে যায়। তখন ওই নারী বিয়ের দাবিতে বাসার ভেতরে অবস্থান নেন। তবে বিকেলে তিনিও বাসা থেকে চলে যান।
উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এর কোনো সত্যতা নেই। আমাকে ফাঁসানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।