Thursday, January 16, 2025

শিবির নয়, ডিবি পরিচয়ে চাঁদা’বাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রদল নেতা

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে সম্প্রতি ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক’ শীর্ষক শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়।

ডেইলি টাইমস 24 ডটকম পেজ থেকে শিরোনামটি ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানী টিম জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলামী শিবিরের কোনো নেতা নন বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা।

তাদের অনুসন্ধানী টিম দেশের মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর (২০২৪) ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়।

আরও পড়ুনঃ  তীব্র ভূমিক*ম্পের ঝুঁকি*তে দেশ, ঝুঁকি*পূর্ণ যেসব জেলা

প্রতিবেদনটি থেকে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

পরবর্তীতে দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে আটক ব্যাক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যাক্তিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান।

আরও পড়ুনঃ  আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭

রিউমর স্ক্যানার টিম বিষয়টি নিশ্চিত করে জানায়, ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরা বাংলাদেশ ছাত্রশিবিরের কোনো নেতা নন। বরং ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে ছাত্রদল নেতার আটকের বিষয়টিকে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ