Tuesday, January 14, 2025

মেজর ডা*লিমের ইন্টারভিউ নিয়ে যা বললেন জ*য়

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত বিষয় ছিল তাহসানের বিয়ের খবর।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও।

এদিকে তাহসানের বিয়ের পরই তার স্ত্রীকে ঘিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। এক যুবক রোজাকে তার প্রাক্তন প্রেমিকা দাবি করে বলেন, তিনি প্রেমে প্রতারিত হয়েছেন। তাদের সম্পর্ক ভাঙনের পেছনের কারণ ছিলেন তাহসান।

আরও পড়ুনঃ  এমপি আনারের মরদেহের ক্লু পেতে স্যুয়ারেজ লাইন ভাঙার অনুরোধ ডিবির

বিষয়টি নিয়ে যখন নেটিজেনরাও দুই পক্ষ হয়ে একে অন্যের দোষারোপে ব্যস্ত, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান-রোজার বিয়ে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন, ‌‘তাহসানের নতুন বউয়ের কার সাথে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয়। আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই। কারণ আল্লাহপাক উপর থেকে সব ফায়সালা করেন।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ