দুই হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় জাফর সাদিক নামে এক চলচ্চিত্র প্রযোজককে। ভারতের দিল্লি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো তাকে গ্রেপ্তার করা হয়।
জাফর প্রাক্তন ডিএমকে সদস্য ও তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন বলে জানা গেছে। শনিবার (৯ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
জানা যায়, ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যে মাদক পাচার চক্র চলে সেটার মূলহোতা ছিলেন সাদিক। তিনি ভারত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন।
সাদিক ৩৫০০ কইলো সিউডোফেড্রিন ৪৫টি পার্সেলে করে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছেন। আর এসব পার্সেল নারকেল এবং ড্রাই ফ্রুটসের মধ্যে করে পাঠানো হয়েছিল। সাদিক তিরুবনন্তপুরম থেকে মুম্বাই, পুনে, হায়দরাবাদ হয়ে জয়পুরে পালিয়ে গিয়েছিলেন। তিনি তার এই মাদক পাচার থেকে আসা টাকাই বিভিন্ন সিনেমায় বিনিয়োগ করতেন, এমনকি সদ্য মুক্তি পাওয়া মঙ্গাই ছবিতেও সেই টাকা খরচ করা হয়েছিল। এমনকি তিনি এই টাকা দিয়েই একটি হোটেল কিনেছেন।
সপ্তাহখানেক আগে দুই রেলযাত্রীর থেকে ১৮০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এরপরই উঠে এসেছে সাদিকের নাম। সেই মাদকগুলো শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল বলেও তারা জানান।