Thursday, January 16, 2025

মহাসড়কের পাশে লাশ দেখে চমকে ওঠে ছেলে বললেন, ‘এটা আমার মায়ের’

আরও পড়ুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় মিতু বেগম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ (৪৭)। বুধবার (১৯ জুন) রাত পৌনে ১০টার দিকে ওই উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডের সেনানিবাস এমপি চেকপোস্টের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মিতু বেগম এবং আব্দুল মজিদ দম্পতি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর নতুন পাড়া গ্রামের বাসিন্দা। চাকরির সুবাদে তারা এখানে বাড়ি করে বসবাস করছিলেন। তাদের গ্রামের বাড়ি বগুড়া গাবতলি উপজেলায়। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় মজিদকে উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যেতে মেয়েকে উৎসাহ দিতেন মাশরাফি

স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেল মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলো। একই সময় মাঝিড়ার দিক থেকে ঢাকার দিকে দ্রুত গতিতে যাচ্ছিলো আম বোঝাই একটি ট্রাক। পরে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ওই ওই নারী ছিটকে ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় অন্যদের মত লাশ দেখতে আসেন তানভীর আহমেদ (১৮) নামের এক যুবক। মহাসড়কের পাশে রাখা মিতু বেগমের লাশ দেখে চমকে ওঠেন তানভীর। তিনি বললেন, এটা তো আমার মায়ের লাশ।

আরও পড়ুনঃ  বাথরুমে গৃহবধূর সঙ্গে কী ঘটেছিল, কেন পলাতক স্বামী-সন্তান?

এ বিষয়ে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আবুল হাশেম বলেন, মিতু বেগম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছে। আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ