Monday, January 13, 2025

ভারতে গ্রেপ্তার ৫ বাংলা*দেশি

আরও পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থেকে সোমবার (১৩ জানুয়ারি) পাঁচজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন গভীর রাতে অভিযান চালিয়ে সোনারপুরের বৈকণ্ঠপুর নামক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আটক করা হয় ওই ৫ বাংলাদেশি নাগরিককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার ওই ৫ বাংলাদেশি নাগরিক প্রত্যেকেই বাংলাদেশের স্বনামধন্য গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মী হিসাবে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন আগেই তারা অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করেন।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর তথ্য: ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র, পাশে চীনও

এবং বৈকণ্ঠপুরে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করেন। তারা কেন এসেছেন এবং তাদের উদ্দেশ্য কি সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পাঁচ যুবক কখনোই স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেননি। ফলে তাদের ব্যাপারে কিছুই জানেন না তারা। তবে স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা কাজ করত বলে জানায় প্রতিবেশীরা। এদিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যে বাসায় ভাড়া ছিলেন সেই বাসার মালিকও বর্তমানে পলাতক।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ