Tuesday, January 14, 2025

বাড়ির দেয়ালে লেখা, ‘সমন্বয়ক, মৃ*ত্যুর জন্য প্রস্তুত হ’

আরও পড়ুন

রাজশাহীর চারঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারঘাটের প্রতিনিধি ফা-আরদ্বীন রহমানকে (১৮) হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ মিলেছে।

রোববার (১২ জানুয়ারি) গভীর রাতে সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা এলাকায় তার নিজ বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখার পর তার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ফা-আরদ্বীন রহমান বালিয়াডাঙা এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গত ১৮ জুলাই রাজশাহীর চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করে শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আটক হন আরও আট শিক্ষার্থী। আটকের পর থানায় নিয়ে আটককৃতদের ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। পরদিন তাদের জেলা হাজতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  এতোদিন চুপ ছিলাম, আর সহ্য কর*বোনা: আরাফাত

জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট জেলখানা থেকে মুক্তি পান তিনি। কিন্তু শারীরিক নির্যাতনের পর ঠিকমত চিকিৎসা না পাওয়ায় এখন পর্যন্ত ঠিকমত হাঁটাচলা করতে পারেন না তিনি। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় ফা-আরদ্বীন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ফা-আরদ্বীন রহমান বলেন, রোববার রাতে ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিল না। ১৮ জুলাই পুলিশের হাতে আটকের পর থানা ও জেল খানায় দফায় দফায় নির্যাতনের শিকার হয়েছি। এখনো সুস্থ-স্বাভাবিক হতে পারিনি। অধিকাংশ সময় বাবা-মা বাড়ি একা থাকেন। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আতঙ্কিত হচ্ছি। চারঘাট উপজেলার প্রতিনিধি হিসাবে কাজ শুরু করায় আমাকে হুমকি-ধমকি দিতেই পরিকল্পিতভাবে কাজটি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

আরও পড়ুনঃ  গণহত্যার মামলা: শেখ হাসিনা ইস্যুতে মোড় পাল্টে দিতে পারে ভারত

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা প্রতিনিধি রোহানা সেতু বলেন, ফা-আরদ্বীনকে হত্যার হুমকির বিষয়টি রাতেই জেনেছি। গত শুক্রবার ফা-আরদ্বীন আমরা চারঘাট উপজেলায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ পক্ষে জনমত তৈরির জন্য লিফলেট বিতরণ করেছি। সে অন্যায় অবিচারের বিপক্ষে জনমত তৈরিতে চারঘাট উপজেলায় কাজ করছে। এজন্য তার কার্যক্রম বাঁধাগ্রস্ত করতেই এভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের কাছে আবেদন জানিয়েছি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ