Thursday, January 23, 2025

বগুড়ায় ৬ জনকে কু°পিয়ে জখম, যুবদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনায় এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত এ যুবদল নেতার নাম হৃদয় হোসেন গোলজার। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  হাসিনাকে সেনা*বাহিনীর দেয়া ২টা চয়েসে কি ছিল জানালেন মির্জা ফখরুল

আরিফুর রহমান মজনু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৮ জানুয়ারি গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মণ্ডলের বাড়িতে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তার সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন। দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হান্নানের পরিবারের ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হৃদয় হোসেন গোলজার ও তার সহযোগীরা।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধীদের সমালোচনা করে যে হুঁশিয়ারি দিল ছাত্রদলসহ ২৮ ছাত্রসংগঠন

এ ঘটনায় ওই রাতেই হান্নানের ভাই জিল্লুর রহমান বাদী হয়ে হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের নামে গাবতলী মডেল থানায় মামলা করেন।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল কালবেলাকে বলেন, ঘটনার পর থেকেই হৃদয় হোসেন গোলজার ও তার সহযোগীরা পলাতক।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ