Thursday, April 10, 2025

ইটভাটায় চাঁ..দাবা..জি করতে গিয়ে ‘বিএনপি নেতা’ আ..টক

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক ব্যক্তি (৪৮)। এ সময় তার কাছ থেকে চাঁদার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আলীখীল এলাকায় রাউজান ব্রিকস ম্যানুফ্যাকচারের (আরবিএম) বিপনন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ইটভাটার মালিক এস. এম শহীদুল্লাহ বলেন, দুইমাস ধরে আবু জাফর শতাধিকবার ফোন দিয়ে বলেন, রাউজানে ইটভাটা করতে হলে তাকে চাঁদা দিতে হবে। কোনো ঝামেলায় না গিয়ে তাকে দুই দফায় ২০ হাজার টাকা দেই। সেই টাকা নিয়ে তিনি ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে বসেন। সোমবার তিনি ইটভাটায় এলে তাকে ৫০ হাজার টাকা দেই।

আরও পড়ুনঃ  মায়ের মৃ°ত্যু বার্ষিকীতে আরিফিন শুভ জীবন চলে যাচ্ছে মা, বিশাল শূন্যতা নিয়ে

তখন তিনি ৫ লাখ টাকা কমিয়ে ২৫ লাখ টাকা দাবি করেন। নিরূপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করেন। এলাকায় তার বিরুদ্ধে ১০/১১ টি মামলা রয়েছে। প্রায় প্রতিটি ইটভাটায় বিভিন্ন নাম ভাঙ্গিয়ে তিনি চাঁদাবাজি করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয়দের দাবি, জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তবে তার দলীয় কোনো পদ পদবী নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

আরও পড়ুনঃ  মমতাজের মারা যাওয়ার খবর, যা জানা গেল

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, উপজেলার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি করতেন জাফর। তিনি সোমবার দুপুর ১ টার দিকে রাউজান থানা এলাকায় আরবিএম ইট ভাটায় গিয়ে মালিকের কাছে চাঁদা দাবি করেন।

ভাটার মালিক তাকে ৫০ হাজার চাঁদা দিলে তিনি আরও চাঁদা দাবি করেন। পরে ইটভাটার মালিক ৯৯৯ নম্বরে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাঁদার ৫০ হাজার টাকাসহ আটক করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ